নিউজ প্রাচ্যের ডান্ডি: বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখে নগর জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা পরিলক্ষিত হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেক পোষ্ট বসিয়ে র্যাব-১১’র সদস্যরা বিভিন্ন যানবাহন ও মটর সাইকেলে তল্লাশী চালিয়েছে।
তল্লাশীকালে র্যাব সদস্যরা বিভিন্ন মোটর সাইকেল আটকে তার কাগজপত্র, হেলমেট আছে কিনা দেখেন এবং হোন্ডায় একাধিক যাত্রী বহনের বিষয়ে অনুৎসাহিত করেন। এ সময় বিভিন্ন প্রাইভেট কার থামিয়ে তল্লাশী করতে দেখা যায়।
চাষাঢ়া অস্থায়ী পয়েন্টের দায়িত্বরত র্যাবের ডিএডি শওকত আলী এ সময় নিউজ প্রাচ্যের ডান্ডিকে জানান, বাঙ্গালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ যাতে আপামর নারায়ণগঞ্জবাসী নির্বিঘেœ উদযাপণ করতে পারে, সে লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছেন। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়িয়ে আবহমান বাংলার হাজার বছরেরর ঐতিহ্যে লালিত এই নববর্ষ যেন ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য সমান আনন্দ বয়ে আনতে পারে, তার জন্য তারা নিজেদের আনন্দ বাদ দিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন।