নিউজ প্রাচ্যের ডান্ডি: বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে সাধারণ আসনে সদস্য প্রার্থী বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এড. বোরহান উদ্দিন’র পক্ষে প্রচারণা চালিয়েছেন বিএনপি পন্থী আইনজীবীরা।
বৃহস্পতিবার (১৯ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় সাধারণ আইনজীবীদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, সাবেক জেলা পাবলিক প্রসিকিউটর এড. নবী হোসেন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. সরকার হুমায়ুন কবির, জেলা আইনজীবী সমিতির সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এড. নজরুল ইসলাম মাসুম, লাইব্রেরী সম্পাদক এড. একেএম ওমর ফারুক নয়ন, এড. শিমা প্রমুখ।