প্রেস বিজ্ঞপ্তি: বাসদ বরিশাল জেলার আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবীব রুমন, শ্রমিক ফ্রন্টের অর্থ সম্পাদক মিঠুন চক্রবর্তীসহ সকল নেতৃবৃন্দের মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ ২৫ এপ্রিল ২০১৮ বিকাল ৫টায় চাষাড়াস্থ শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন করে।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক নিখিল দাস, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সংগঠনের সহ-সভাপতি এম.এ. মিল্টন, রি-রোলিং স্টিল মিলস্ শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক এস.এম. কাদির, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সহ-সভাপতি সাইফুল ইসলাম শরীফ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সুলতানা আক্তার।
নেতৃবৃন্দ বলেন, বরিশালে ব্যাটারীচালিত রিক্সা শ্রমিকরা রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করত। কিন্তু সাম্প্রতিক সময়ে বরিশাল শহরে রিক্সা চালানো বন্ধ করে দেয়ায় প্রায় ১০ হাজার শ্রমিক তাদের পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে দিন যাপন করছে। গত ১৯ এপ্রিল এই শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে ভুখা মিছিল সহকারে মেয়রের নিকট স্মারকলিপি দিতে যায়। কর্মসূচী শেষ করে ফেরার পথে অতর্কিত পুলিশ মিছিলে হামলা করে, বেধরক পেটায়। বাসদ বরিশাল জেলার আহ্বায়ক ইমরান হাবীব রুমন ও সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, শ্রমিক ফ্রন্টের অর্থ সম্পাদক মিঠুন চক্রবর্তীসহ ৬জনকে গ্রেফতার করে। পরবর্তীতে পুলিশ আরও ২০জন রিক্সা শ্রমিককে গ্রেফতার করে। পুলিশ তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। আন্দোলনের চাপে ডা. মনীষা চক্রবর্তীকে মুক্তি দিলেও অন্যেরা মুক্তি পায়নি। নেতৃবৃন্দ অবিলম্বে ব্যাটারীচালিত রিক্সা শ্রমিকদের দাবী মেনে নেয়াসহ নেতৃবৃন্দের বিরদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং মুক্তির দাবী জানান।