নিউজ প্রাচ্যের ডান্ডি ডেস্ক: গণতন্ত্র নেই বলেই দেশে আজ চরম অরাজকতা চলছে। রাষ্ট্রের প্রতিটি স্তম্ভকে ধ্বংস করে দুঃশাসনের সকল সীমা অতিক্রম করেছে বর্তমান সরকার। মানুষের আশা ভরসার শেষ স্থল বিচার বিভাগ আজ বিপন্ন। প্রধান বিচারপতি এস কে সিনহ্ার বর্তমান অবস্থা জাতির অসহায়ত্বকেই প্রমান করে। কিন্তু এমন পরিস্থিতি বেশি দিন চলতে পারে না। অন্যায়কে প্রতিষ্ঠানিক রূপ দিয়ে ক্ষমতাকে আকড়ে ধরার অবৈধ সরকারের সকল ষড়যন্ত্রকে রুখতে হবে।
আওয়ামী সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত মৎসজীবী দল নেতা শাহরিয়ার চৌধুরী ইমনকে শনিবার (৭ অক্টোবর) বিকালে তার কলেজ রোডের বাসভবনে দেখতে গেলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল এসকল কথা বলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবুল আল ইউসুফ খান টিপু, জেলা গার্মেন্ট শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি নূর মোহম্মদ, মহানগর সেচ্ছাসেবক দলের মাকিদ মোস্তাকিম শিপলু প্রমুখ।
নেতৃবৃন্দ অসুস্থ ইমন ও তার পরিবারের সার্বিক খোঁজ খবর নেন। সেই সাথে দ্রুত সুস্থতা কামনা করে তার উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।