নিউজ প্রাচ্যের ডান্ডি: রংপুরের গঙ্গাচড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ জেলা সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকাল ৫টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনের সামনে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন।
মানববন্ধনে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রফিউর রাব্বি বলেন, রংপুরের গঙ্গাচড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে বলতে চাই অবিলম্বে এই হামলায় জড়িতদের খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। বিচারহীনতার কারনেই সারা দেশের বিভিন্ন জায়গায় আজ হিন্দু সম্প্রদায়ের লোকেরা বিভিন্ন হামলার শিকার হচ্ছেন।’
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি এড. জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, গণসংহতির জেলার সমন্বয়ক কমরেড তরিকুল সুজন, আওয়ামী ন্যাশনাল পার্টির সাধারন সম্পাদক এড. আওলাদ হোসেন, নাগরিক কমিটির সভাপতি এড. এবি সিদ্দিক, সাধারন সম্পাদক আব্দুর রহমান, সিপিবির জেলার সভাপতি কমরেড হাফিজুল ইসলাম সহ প্রমূখ।