নিউজ প্রাচ্যের ডান্ডি, বন্দর প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ বাহাদুর শাহ্ বলেছেন, কোরআন সুন্নার আলো সংসদে জ্বালো। সংসদ কোরআন সুন্না মতো পরিচালিত হলে দেশে কোন প্রকার ঘোষ, দুর্নীতি, অন্যায় অবিচার থাকবে না। মুসলামানদের ঈমান ধ্বংস করার জন্য বিধর্মীরা পরিকল্পিত ভাবে বাংলাদেশে মাদক ঢুকিয়ে দিয়ে যুব সমাজকে র্ধ্বস করে দিচ্ছে। ভারতের হিন্দুরা বাংলাদেশের ৩ দিক দিয়ে ফেনসিডিল আর বৌদ্দরা ইয়াবা ঢুকিয়ে দিয়েছে বাংলাদেশে। রাসুল পাক বলেছেন, মুসলমানের জন্য শুকর ও কুকুরের মাংস খাওয়া যেমন হারাম তেমনই মাদক সেবন করা হারাম। মাদক সেবন করলে তার ঈমান চলে যায়। সে যতই এবাদত করবে কোন কাজে আসবে না। তাই ঈমান ও বাংলাদেশকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জ বন্দরে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ:) উপলক্ষ্যে জুছনে জুলুস মিছিল শেষে বন্দরের ঐতিহ্যবাহী কদম রসুল দরগাহ শরীফে এসে মোনাজাতের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় তিনি এ কথা বলেন। ঈদ-এ-মিলাদুন্নবী (দ:) জুছনে জুলুস উদযাপন কমিটি বন্দর থানা শাখার সভাপতি মো: মোবারক হোসেন কমল খানের সভাপতিত্বে দোয়ায় বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব সৈয়দ জাহের শাহ আল আবেদী। জুলুস মিছিলে কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আসাব উদ্দিন আশু হাজীসহ হাজার হাজার ধর্মপ্রান মুসল্লীরা অংশ গ্রহণ করেন। মিছিলটি বন্দরের মদনগঞ্জ থেকে শুরু করে প্রায় ৭ কিলো মিটার পথ পাড়ি দিয়ে কদম রসুল দরগাহ শরীফে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।