নিউজ প্রাচ্যের ডান্ডি, বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহে লাঙ্গলবন্দে বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়ে উঠবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ। লাঙ্গলবন্দে বিশ্বমানের আধুনিক পর্যটন কেন্দ্র গড়ার লক্ষ্যে ইতিমধ্যে ২শত ৪০ কোটি টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাঙ্গলবন্দকে একটি আর্ন্তজাতিক মানের পর্যটন কেন্দ্রের পাশাপাশি ইকনোমিক জোন গড়ে তোলার লক্ষ্যে আরও ১২শত কোটি টাকা বরাদ্ধ দেয়ার ঘোষণা দিয়েছেন।
শনিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় লাঙ্গলবন্দ প্রেমতলায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ লাঙ্গলবন্দ পরিদর্শন শেষে লাঙ্গলবন্দ স্নান উৎসব কমিটিসহ নারায়ণগঞ্জের হিন্দু নেতাদের সাথে মত বিনিময়কালে উপরোক্ত কথাগুলি বলেন।
বাসুদেব চক্রবর্তির সভাপতিত্বে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ আলহাজ্ব সেলিম ওসমান, নারায়নগঞ্জ জেলা প্রশাসক মোঃ রাব্বি মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমান, বিকেএমইর সভাপতি খালেদ হায়দার কাজল, বন্দর ইউএনও পিন্টু বেপারী, ওসি আবুল কালাম, কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার প্রধান, এফবিসিসিআই পরিচালক প্রবীর কুমার সাহা, হিন্দু কল্যান ট্রাস্ট জেলা সভাপতি পরিতোষ কান্তি সাহা, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর সাহা, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক শিপন সরকার শিখন প্রমুখ।
উল্লেখ্য ২০১৫ সালে লাঙ্গলবন্দে স্নান উৎসব চলাকালে পদদলিত হয়ে ১০জন পূর্ণার্থী মারা যাওয়ার পর সরকার লাঙ্গলবন্দ উন্নয়নের বিশেষ পদক্ষেপ নেন।