নিউজ প্রাচ্যের ডান্ডি: সদর উপজেলাধীন বিসিক শাসনগাঁও এভারগ্রীণ ডাইস কেমিক্যাল ফ্যাক্টরীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৩ মার্চ) সকাল ১০ টায় এই দূর্ঘটসা ঘটে। সংবাদ পেয়ে মন্ডলপাড়া ফায়ার সার্ভিস এবং পাশ^বর্তী ক্রোণী গ্রুপের অগ্নি নির্বাপক দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফ্যাক্টরীর স্টাফ আব্দুল মান্নান জানান, সকালে ফ্যাক্টরীর ২য় তলায় হঠাৎ আগুনের লেলিহান শিখা জ্বলতে থাকায় আশেপাশে কোলো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। পরে মন্ডলপাড়া ফায়ার সার্ভিস এবং পাশ্ববর্তী একটি গামের্ন্টের অগ্নি নির্বাপক দল ঘটনাস্থলে এসে প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো জানান, অগ্নিকান্ডে ফ্যাক্টরীর মূল্যবান কাগজপত্র পুড়ে যাওয়াসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা যায়নি।