নিউজ প্রাচ্যের ডান্ডি: বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পৌর কমিশনার প্রয়াত আঃ ছাত্তার মরন এর আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার (২২ অক্টোবর) বাদ আছর শহরের হাজীগঞ্জ বাজার এলাকায় মরহুমের পরিবারের পক্ষ থেকে তার নিজ বাসভবনে কুলখানী উপলক্ষ্যে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড আবু হাসনাত মো. শহীদ বাদল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এড. নুরুল হুদা, এড. মজিদ খন্দকার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সহ সাংগঠনিক মনিরুল ইসলাম সজল।
আরো উপস্থিত ছিলেন শাহ আলম, রফিকুল ইসলাম, মঈনুল হাসান রবিন, নাজিম পারভেজ, আশিকুর রহমান অনিক, জুয়েল রানা, তরিকুল ইসলাম, রনি দেওয়ান, মোঃ সুজন প্রমুখ ।
এ সময় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমিশনার আঃ সাত্তার (মরন) সাহেবের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাজীগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম মাওলানা ইসমাইল হোসেন । পরে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয় ।