নিউজ প্রাচ্যের ডান্ডি: নারায়ণগঞ্জের হাজিগঞ্জ নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পৌর কমিশনার প্রয়াত আবদুস সাত্তার মরন এর দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বাদ আসর শহরের আইইটি সরকারী উচ্চ বিদ্যালয়ে নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পাঠানটুলি কবরস্থানে তাকে সমাহিত করা হয়। নামাজে জানাযার পূর্বে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জেবীন বিনতে শেখ’র নেতৃত্বে পুলিশের একটি চৌকষ দল বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার মরনকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে করুন সুর বাজানো হয়।
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পৌর কমিশনার প্রয়াত আবদুস সাত্তার মরন এর নামাজে জানাজায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদেও ডেপুটি কমান্ডার এড. নুরুল হুদা, সদর উপজেলা কমান্ডার শাহজাহান ভূইয়া জুলহাস, সাবেক জেলা কমান্ডার সামিউল্লাহ মিলন, ১১নং ওয়ার্ড কাউন্সিলর জমশের আলী ঝন্টু, জেলা যুবলীগের সভাপতি আ: কাদির, জাসদের জেলা সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক মোহর আলী, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আহমদ আলী রেজা উজ্জল, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজিবসহ সর্বস্তরের জনগন।