নিউজ প্রাচ্যের ডান্ডি: কোন ধরনের বিস্ফোরক দ্রব্য নয়, গ্যাসের চাপে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় একটি দ্বিতল ভবনে বিস্ফোরনে বাড়ীর একপাশের সীমানা প্রাচীর ভেঙ্গে গেছে বলে দাবী করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো: মঈনুল হক।
শুক্রবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩ টায় বিকট শব্দে এই বিস্ফোরনের ঘটনা ঘটে। বিস্ফোরনে দগ্ধ মামা-ভাগ্নে কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহতরা হলেন, আয়নাল হক (৩০) ও ইব্রাহীম মিয়া (২৫)। সংবাদ পেয়ে ঢাকা থেকে বোম নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ সুপার সাংবাদিকদের জানান, ‘বরাব কবরস্থানে রোডে কয়েকবছর পূর্বে নির্মিত কুয়েত প্রবাসী আবুল খায়েরের দ্বিতল ভবনে শুক্রবার ভোর ৩টায় বিকট শব্দে বিস্ফোরন ঘটে। দ্বিতীয় তলার একটি ইউনিটে বসবাস করেন আবুল খায়ের ও তার স্ত্রী, আরেকটি ইউনিটে থাকেন আবুল খায়েরের শ্যালত আয়নাল হক ও পুত্র ইব্রাহীম মিয়া। বিস্ফোরনে আয়নাল ও ইব্রাহীম দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’
ঢাকা থেকে আগত বোমা নিষ্ক্রিয়কারী দলের বরাত দিয়ে মঈনুল হক আরো জানান, ‘বিকট শব্দে বিস্ফোরন ঘটার কারনে প্রাথমিক পর্যায়ে এক্সক্লুসিভ জাতীয় কিছু ধারনা করা হয়েছিল। কিন্তু বোমা নিষ্ক্রিয়কারী দল পরিদর্শন শেষে জানিয়েছে এখানে গ্যাসের লাইন থেকে বিস্ফোরনের ঘটনা ঘটেছে। বোমা বা এক্সক্লুসিভ জাতীয় কিছু পাওয়া যায়নি।’
এসপি জানান, ‘বিস্ফোরনের ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমানকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
এদিকে, এই ঘটনায় ভোরে বাড়ীর মালিক ও কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করলেও পরবর্তীতে তাদের ছেড়ে দেয়া হয় বলে নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইসমাইল হোসেন।