প্রেস বিজ্ঞপ্তি: অত্যাধুনিক সিস্টেম ও কম মূল্যে আধুনিক মডেলের মুঠোফোন নিয়ে নারায়ণগঞ্জে বাজারে এসছে ভিভো।
শনিবার (৬ জানুয়ারী) বেলা ১২টায় নগরীর বি. বি রোডস্থ হাসনাত স্কয়ার গ্র্যান্ড হলের তৃতীয় তলায় কেক কেটে ভিভো মোবাইল কোম্পানীর শো-রুম উদ্বোধন করেন ভিভো বাংলাদেশের ম্যানেজার দু বাহুয়া, অফিসার হু চাং সান, অফিসার বিয়ং হি ও অফিসার বাবলু।
এ সময় উপস্থিত ছিলেন শো রুমের মালিক ইয়া আলম উচ্ছাস, ভিভো ডিষ্ট্রিবিউটার সরকার মিশু ও শাহানাজ রুমি, ব্যবসায়ী ইব্রাহিম রাজু, বেইলী টাওয়ার দোকান মালিক সভাপতি মিনার, ইয়াহয়া প্রমুখ।
শো রুমের মালিক ইয়া আলম উচ্ছাস বলেন, বাংলাদেশে ভিভো আগমনে মোবাইল ব্যবসা আরো প্রতিযোগিতা সাথে অংশ নিচ্ছে অনেকে। ভিভো’র কোম্পানী দ্রুত সারা বিশ্বে আলোচনায় শীর্ষ দিকে ছুইতে যাচ্ছে। তার প্রতিযোগিতা মূলকে বাংলাদেশে মাকেটিংয়ে ইতিমধ্যে জনপ্রিয়তা পেতে শুরু করেছে। অনেকে অত্যাধুনিক সিস্টেম ও কম মূল্যে আধুনিক মডেলে বিভিন্ন সিষ্টেম নিয়ে ভিভো ভালো করেছে।