নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের একাংশ কর্তৃক জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। যাতে অধিকাংশ বানানই ভুল, এমনকি ভুল হয়েছে বাঙালি জাতির পিতা ‘বঙ্গবন্ধু’ খ্যাত শেখ মুজিবুর রহমানের নামেও। সেখানে মুজিবুর’কে মুজিবর লেখা হয়েছে। এছাড়াও ভুল হয়েছে বাংলাদেশ নামে যেখানে লেখা হয়েছে ‘রাংরাদেশ’। স্মারকলিপি’র ভিতরে রক্তক্ষরণ বানানেও ভুল হয়েছে যা লেখা হয়েছে ‘রক্তক্ষণ’। এমন ভুলে ভরা স্মারকলিপি ডিসি-এসপি বরাবর জমা দেয়ায় নানা সমালোচনার সৃষ্টি হয়েছে চারদিকে।
ডিসি-এসপি বরাবর যে স্মারকলিপি জমা দেয়া হয়েছে তা মূলত কিছু দিন পূর্বে নারায়ণগঞ্জ এর তিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য। কেননা, তিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজ্ঞতাবশত ভুল বক্তব্য প্রদান করেছেন। পরবর্তীতে এর জন্য তারা কেউ সংবাদ সম্মেলনে, কেউবা বিশ্লেষণ করে বুজিয়েছেন। তবুও যেন জেলা আওয়ামী লীগের একাংশ’র মন গলেনি। তারা এবার স্মারকলিপি জমা দিয়েছেন ডিসি এসপি বরাবর।