নিউজ প্রাচ্যের ডান্ডি: সদর উপজেলার ফতুল্লার ভূইগড়ে অজ্ঞাত নারীর (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডস্থ ভূঁইগড় এলাকার শিকদার পেট্রোল পাম্পের পিছন থেকে ওই লাশটি উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) তুষার কান্তি জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে শিকদার পেট্রোল পাম্পের পিছন থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় ও শরীরে রশি পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১শ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।