নিউজ প্রাচ্যের ডান্ডি: নারায়ণগঞ্জ সদর মডেল থানার মাদক বিরোধী পৃথক কয়েকটি অভিযানে ৩৭৪ পিস ইয়াবা এবং ১৪ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ সময় সাত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত চলে এই অভিযান।
থানা সূত্রে জানা যায়, সদর মডেল থানার এসআই শফিশুল ইসলাম চাষাঢ়া হতে ৩০ পিস ইয়াবাসহ আওলাদ (৩৫) ও সোহেল (৪০) নামে দুইজনকে এবং ২নং বাবুরাইল থেকে ২০৪ পিস ইয়াবাসহ হাসি বেগম (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
এএসআই ফারুক হাজিগঞ্জ চেকপোষ্ট থেকে ১৪০ পিস ইয়াবাসহ শাহীন
মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
এছাড়া এসআই আজিজুল হক টানবাজার থেকে ১৪ লিটার চোলাই মদসহ হীরা (২২), সাব্বীর (৪০) ও ফরমান (৫০) নামে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেন। মাদক আইনে মামলা দায়ের কওেরসকল আসামীকে কোর্টে চালান করা হয়েছে।