নিউজ প্রাচ্যের ডান্ডি, ফতুল্লা প্রতিনিধি: নারায়ণগঞ্জ মর্গ্যান স্কুলের সপ্তম শ্রেনিতে পড়–য়া ছাত্রী জান্নাতুল ফেরদৌস তাবাসুমকে অপরহন করেছে রোমান ও তার পরিবার।
এঘটনায় ফতুল্লা মডেল থানায় তাবাসুমের বাবা মো. আলীম হোসেন বাদী হয়ে রোমান ওতার বাবা মাকে আসামী করে বুধবার মামলা দায়ের করেছে।
এ মামলার অভিযোগে জানাযায়, ফতুল্লার দেওভোগ বেপারী পাড়া এলাকার মো. আলীম হোসেন (৫৮)। তার মেয়ে নারায়ণগঞ্জ মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীতে পড়ালেখা করে আসছে। প্রতিদিন সে স্কুলে যায়। তার চলার পথে একই এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে মো. রোমান (২০) প্রেম প্রস্তাব দেয়। সে তার প্রেমের প্রস্তাব প্রত্যাখান করলে তাকে ফুসলিয়ে গত ১৬ অক্টেবর সকাল সাড়ে নয়টায় অপহরন করে নেয় রোমান ও তার পরিবার।
এ ঘটনায় তাবাসুমের বাবা রোমানের বাবা আলমগীর হোসেন, মা রুমা বেগমকে আসামী করে মামলা দায়ের করেছে।