নিউজ প্রাচ্যের ডান্ডি: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মহানগর যুবদল।
শনিবার (১৪ অক্টোবর) সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নগরীর বঙ্গবন্ধু সড়কে বিক্ষোভ মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা। পরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সমাবেশের মাধ্যমে কর্মসূচী শেষ করে।
মহানগর যুবদলের আহ্বায়ক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, ‘প্রধান বিচারপতির বক্তব্যে স্পষ্ট হয়ে গেছে বর্তমান অবৈধ আওয়ামীলীগ সরকার মিথ্যাবাদী। এ সরকার বিচার বিভাগকে কলুষিত করেছে। সরকারের প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। দেশে আজ গণতন্ত্র নেই। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রারী করা হচ্ছে। সরকার দেশকে পুলিশী রাষ্ট্রে পরিণত করেছে। আগামীতে সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামীলীগ সরকারের পতন অনিবার্য। তাই মামলা হামলাকে উপেক্ষা করেই সরকার পতনের আগমূহুর্ত পর্যন্ত যুবদলের নেতাকর্মীদের রাজপথে আন্দোলন চালিয়ে যেতে হবে।’
বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মাসুদ রানা, মমতাজ উদ্দিন মন্তু, রানা মুজিব, আকতার হোসেন খোকন শাহ, জুয়েল রানা, সাগর প্রধান, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, সহ সভাপতি সোহেল খান বাবু, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান পিন্টু, মহানগর যুবদল নেতা রিটন দে, ইউনুছ খান বিপ্লবব, আব্দুর রহমান, আল আমিন খান, মাহাবুব হাসান জুলহাস, সরকার লিমন প্রমুখ।