নিউজ প্রাচ্যের ডান্ডি: নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজে ক্লাশ রুমে নিয়মিত উপস্থিতি ও ভালো ফলাফল করার লক্ষ্যে উদ্বুদ্ধকরণের বিষয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ এপ্রিল) সকালে কলেজ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল করতে হলে শিক্ষকদের চেয়ে অভিভাবকদের বেশি গুরুত্ব দিতে হবে, কারন এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যদি ভালো ফলাফল করে তাহলে শিক্ষকদের চেয়ে বেশি সম্মানিত হবে তাদের পিতা মাতা। তাই আমাদের সন্তানেরা যাতে করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে তার জন্য পিতা-মাতা কে সন্তানের প্রতি সুদৃষ্টি রাখতে। শিক্ষার্থীদের কে নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে।
শিক্ষক পরিষদের সম্পাদক মো: মাহফুজুর রহমান সরকারের সঞ্চলনায় এ সময়ে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর বিনতে হাবীব, উপাধ্যক্ষ মো: দবিউর রহমান, মো: ওয়াজেদ কামাল, শাহানারা মান্নান, আবুল বাসার প্রমুখ।