নিউজ প্রাচ্যের ডান্ডি, রূপগঞ্জ প্রতিনিধি: রূপগঞ্জ উপজেলার চাঁন টেক্সটাইল নামক স্থানের এশিয়ান হাইওয়ে সড়কে দ্রুতগামী মাইক্রোবাস চাপায় আনোয়ারা বেগম (৪০) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার (২৮ আগস্ট) দুপুরে ঘটে এ দুর্ঘটনা।
আনোয়ারা বেগম উপজেলার রানীপুরা এলাকার হযরত আলীর মেয়ে। তিনি কাঞ্চন এলাকার গোলাম রসুলের মালিকানাধীন টেক্সটাইল মিলে শ্রমিক হিসেবে কাজ করে আসছিলো।
ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সেলিম মিয়া জানান, দুপুর সাড়ে ১২টার দিকে চাঁন টেক্সটাইল নামক স্থানের এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক পারাপারের সময় দ্রুতগামী মাইক্রোবাস চাপা দিলে ঘটনাস্থলেই আনোয়ারা বেগম নিহত হন। এসময় স্থানীয়দের সহযোগীতায় চালক মেহেদীসহ মাইক্রোবাস আটক করে পুলিশ।