নিউজ প্রাচ্যের ডান্ডি: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডের নতুন জিমখানা এলাকার আনন্দ স্কুলে ১৮০ জন ২য় ও ৩য় শ্রেণীর ছাত্র ছাত্রীর মাঝে নতুন বছরের বই বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) সকালে বই বিতরনকালে অসিত বরণ বিশ্বাস বলেন ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারী। এ মাসেই বাংলা ভাষায় কথা বলার অধিকারের জন্য ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারীতে বুকের রক্ত দিতে হয়েছে। সারা বিশ্বে একমাত্র বাঙালীরাই ভাষার জন্য রক্ত দিয়েছে। তোমরা শুদ্ধভাবে বাংলা বলতে শিখবে।
তিনি আরো বলেন, মাতৃভাষা বাংলা আজ আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি পেয়েছে যা, বাঙ্গালী জাতির গর্বের বিষয়। কিন্তু মাতৃভাষাকে আজ বিকৃত করা হচ্ছে। মাতৃভাষাকে বিকৃতির হাত থেকে রক্ষা করতে হবে। সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
স্কুলের প্রধান শিক্ষিকা সুমনা আক্তারের সভাপতিত্বে বই বিতরনকালে উপস্থিত ছিলেন জিমখানা সমাজ উন্নয়ন সংসদের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সদস্য সচিব মুরাদ হোসেন, এলাকার মুরুব্বি মোঃ সোলেমান মিয়া, মোঃ শাহজাহান, মোঃ জয়নাল মিয়া, সহকারী শিক্ষক তানিয়া আক্তার ও জয়া চক্রবর্তী প্রমুখ।