প্রেস বিজ্ঞপ্তি: নারায়ণগঞ্জের স্থানীয় অনলাইন নিউজ পৌর্টাল এটুজেড-এ গত ৫ ফেব্রুয়ারী ‘ভূমিসদস্যুতা সহ নানা অপকর্মকারী ছাত্রলীগ সভাপতি পরিচয়ে কে এই আল-আমিন’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাশীপুর ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি আল-আমিন।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) এই সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে কাশিপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আল-আমিন বলেন, ‘আমি সৎ, আদর্শ ও নিষ্ঠার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া বাংলাদেশ ছাত্রলীগের সকল কার্যক্রম যথাযথ ভাবে পালন করে আসছি। কিছু স্বার্থান্বেষী মহল আমার এহেন কর্মকান্ডে ইর্শ্বান্বিত হয়ে আমার বিরুদ্ধে কুৎসা রটনার লক্ষে আমাকে হেয় প্রতিপন্ন করার পাঁয়তারা করছে। আমি প্রকাশিত উক্ত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
তিনি আরো বলেন, ‘ভূমিদস্যু ও মাদক ব্যবসার সাথে আমি কখনোই জড়িত ছিলাম না বর্তমানেও নেই। যদি কেউ এ বিষয়ে কোন প্রমান দিতে পারে তাহলে আমি আমার সকল রাজনৈতিক কর্মকান্ড ছেড়ে দেবো। আমি চাই না আমার কর্মকান্ডের জন্য দলের কোন ভাবমূর্তি ক্ষুন্ন হোক।’