নিউজ প্রাচ্যের ডান্ডি: হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন নারায়ণগঞ্জ জেলা ট্রাক, কভার্ডভ্যান, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মো: মাসুদুর রহমান মানিকের সুস্থ্যতা কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করেছেন কমিটির সভাপতি খাদেম মো: সানাউল্লাহ মিয়া।
শনিবার (২৪ মার্চ) বাদ আছর নগরীর নিতাইগঞ্জস্থ পৌর জামে মসজিদে মানিকের আরোগ্য কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেন খাদেম সানাউল্লাহ।
এসময় আরো উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা মো: জুয়েল, আনোয়ার হোসেন আনু, ফিরোজ আলম জুয়েল, মো: বাসেদ, সাহেব আলী, ইব্রাহীম, মো: পাখিসহ শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
পারিবারিক সূত্রে জানাগেছে, গত ২২ মার্চ বিকেলে স্ট্রোক করলে মানিককে দ্রুত নারায়ণগঞ্জ ইসলাম হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থা সংকটাপন্ন দেখে দ্রুত ঢাকা ল্যাব এইড হাসপাতালে মানিককে প্রেরণ করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।