নিউজ প্রাচ্যের ডান্ডি, ফতুল্লা প্রতিনিধি: ফতুল্লার মাসদাইর এলাকার আমেনা গ্রুপের লোডার শ্রমিক কর্র্তৃক ৮০ কেজি কাপড় চুরির অভিযোগে ৩ লোডার শ্রমিক গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, পশ্চিম মাসদাইর এলাকার মো. ফরিদ আলীর ছেলে জামরুল (৩৭),গাবতলী এলাকার ইদ্রীস আলীর ছেলে মো.শাররফ হোসেন (৪০),এবং ইসলাম মিয়ার ছেলে হামিদুল ইসলাম (৩৬) ।
অভিযোগ সূত্রে জানাযায়, ফতুল্লঅ আমেনা গ্রুপের রোডার শ্রমিক হিসেবে দীর্ঘদিন কাজ করে আসছে মোশাররফ, হামিদুল, ও জামরুল। তারা গত ২৩ আগষ্ট রাত ৮টায় ফ্যাক্টরী হতে ১ রোল হোয়াইট,৩ রোল ব্লু কালারে ফেব্রীক্স চুরি করে নিয়ে যায়।
এরপর অনুস্ধ্যান করে তাদের কাছ থেকে ফেব্রিক্স সহ তিন জনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে প্রতিষ্ঠানের এডমিন ম্যানেজার মো.রাকিবুররহমান তুহিন (৩৮)। তিনি বাদী হয়ে মডেল থানায় একটি চুরি মামলা দায়ের করেন ।