বিশেষ ঘোষণা: নিজেকে নারায়ণগঞ্জের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “নিউজ প্রাচ্যের ডান্ডি / NPD24.COM” এর স্বঘোষিত সম্পাদক হিসেবে ঘোষণা দিয়ে বেআইনী ক্ষমতা প্রদর্শনের ধৃষ্টতা দেখানোর অপরাধে মাসুদ রানা রনি কে আজ ০৮/০৭/২০২০ইং রোজ- বুধবার, উক্ত প্রতিষ্ঠান থেকে অপসারন করা হইলো।
তাই আজকের পর থেকে সংবাদ/ বিজ্ঞাপন/ আর্থিক বিষয় সংক্রান্ত যেকোন ব্যাপারে মাসুদ রানা রনি’র সাথে কোনরূপ যোগাযোগ বা লেনদেন না করার জন্য “নিউজ প্রাচ্যের ডান্ডি”র পাঠক, বিজ্ঞাপনদাতা, কলাকুশলী, শুভানুধ্যায়ীসহ সকলের প্রতি বিশেষ ভাবে অনুরোধ করা হইলো।
আদেশক্রমে-
প্রকাশক, “নিউজ প্রাচ্যের ডান্ডি / NPD24.COM”।