প্রেস বিজ্ঞপ্তি: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ড কার্যালয়ে মঙ্গলবার বিকাল ৪ টায় সময় ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের আওতায় ১৫নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার মায়েদের মধ্যে পুষ্টি ভাতার স্লিপ বিতরণ করা হয়।
প্রতিজন ভাতাভোগী চার কিস্তিতে মোট ১২ হাজার টাকা ভাতা পাবেন। স্লিপ বিতরণকালে কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস বলেন, আজকে যারা পুষ্টি ভাতা গ্রহণ করেছেন তাদের এলাকায় অনেক দায়িত্ব রয়েছে। বিশেষ করে মা বোনেরা এলাকায় যত্রতত্র ময়লা আবর্জনা ফেলবেন না এবং পানি প্রবাহের ড্রেনেও ময়লা আবর্জনা ঢুকে যাতে জলাবদ্ধতা সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখবেন। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে পরিবেশ দুষিত করবেন না। এলাকায় ১৮ বছরের নীচে কোন মেয়ের যাতে বাল্য বিবাহ না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন। মাদক ও ইভটিজিং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আপনার সন্তান মাদকাসক্ত হলে পুরো পরিবার ও সমাজ ধ্বংসের মুখে পতিত হবে। কাজেই সন্তানের দিকে খেয়াল রাখবেন।
তিনি আরও বলেন, একজন সুস্থ্য শিশুর জন্য একজন সুস্থ্য মা অত্যন্ত জরুরী। তাই সবাইকে তার নিজ সন্তান ও সমাজের অন্য শিশুদের প্রতিও খেয়াল রাখতে হবে।