নিউজ প্রাচ্যের ডান্ডি: বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য এড. আনিসুর রহমান দিপু বলেছেন, ‘স্বাধীনতা মুক্তিকামী বাঙালীর স্বপ্নদ্রষ্টা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯২০ সালের ১৭ মার্চ অবিভক্ত বাংলার টুঙ্গিপাড়ার সেই অজপাড়া গায়ে জাতির পিতা জন্মেছিলেন বলেই আজ বিশ্ব মানচিত্রে স্বাধীন বাংলার জন্ম হয়েছে।’
শনিবার (১৭ মার্চ) ১০ টায় নগরীর ২নং রেল গেইট সংলগ্ন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০১৮ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এড. দিপু আরো বলেন, ‘স্বাধীনতার স্থপতির সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের সোনার বাংলা গড়ার যে প্রয়াস চালিয়ে যাচ্ছেন, তারই আরেকটি স্বীকৃতি সদ্য প্রদান করেছে জাতিসংঘ। আর বঙ্গবন্ধুর জন্মদিনে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল (ডেভেলপিং) দেশের তালিকায় নাম লেখাতে যোগ্যতা অর্জনের স্বীকৃতিপত্র প্রাপ্তি বাংলাদেশের একটি বিশাল অর্জন।’
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, সাধারন সম্পাদক এড. আবু হাসনাত মো: শহিদ বাদল, সহ-সভাপতি এড. আসাদুজ্জামান, আরজু রহমান ভূইয়া, যুগ্ম সম্পাদক ডা: জাফর চৌধুরী বিরু প্রমুখ।