নিউজ প্রাচ্যের ডান্ডি: কোটা সংস্কারসহ পাঁচ দফা দাবীতে বিক্ষোভ করেছেন নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারন শিক্ষার্থীরা।
সোমবার (৯ এপ্রিল) বিকাল ৪ টায় প্রথমে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা নগরীর চাষাড়াস্থ কেন্দ্রীয় সিটি শহীদ মিনার প্রাঙ্গনে অবস্থান নেন।
পরবর্তীতে সেখানে বিক্ষোভ করেন, সরকারি তোলারাম কলেজ, সরকারি মহিলা কলেজ, বন্দর কদম রসুল কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা দাবী করে শ্লোগান দেন, ‘মুক্তিযোদ্ধের বাংলায় কোটা বৈষম্যের ঠাঁই নাই, নাতি পুতির কোটা দরকার নাই।’
কোটা সংস্কার করে ১০ শতাংশে নামিয়ে আনা, কোটার শূন্য পদগুলোতে মেধার ভিত্তিতে নিয়োগ, চাকরী পরীক্ষায় কোটা সুবিধা একবারের বেশী নয়, কোটায় বিশেষ নিয়োগ বন্ধ এবং চাকরীতে প্রবেশের বয়সসীমা অভিন্ন করার দাবী জানান শিক্ষার্থীরা।
ধর্মঘট কর্মসূচীতে উপস্থিত ছিলেন, কদম রসূল কলেজের শিক্ষার্থী অহিদুল ইসলাম, সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী রোমন, রুবেল, নাসিম, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা, ফয়সাল, সানি, শিখা, খবির, নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থী তানবীর, হৃদয়, সাকিব ও শুভ্র।