নিউজ প্রাচ্যের ডান্ডি, ফতুল্লা প্রতিনিধি: ফতুল্লার তল্লা এলাকায় স্ত্রীর বসত বাড়িতে এসে যৌতুকের দাবীতে স্ত্রী এলাপাথারী মারধর করেছে পাষন্ড স্বামী আশ্রাফ হোসেন আগুন (৩৭)। এ ঘটনা ঘটেছে গত ২০ সেপ্টেম্বর সকালে।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় মলি আক্তার বুবলি বাদী হয়ে স্বামীসহ ৫/৬ জনকে আসামী করে লিকিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানাযায়, নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন সোনাকান্দা গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে মো. আশ্রাফ হোসেন আগুন । সে গত সাত বছর আগে মলি আক্তার বুবলি নামের যুবতীকে বিবাহ করে। বুবলি তল্লা এলাকার মেয়ে। তাকে বিয়ের পর হতেই কারনে অকারনে যৌতুকের দাবী করে মারদর করে আসছে। গত ২০ সেপ্টেম্বর সকালে বুবলিকে তার পিত্রলয় এসে আগুন মারপিট করে। পরে তাকে খানপুর তিনশশয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীনে রাখা হয়। পরে গত রোববার বিকেলে থানায় অভিযোগ করে মলি।