নিউজ প্রাচ্যের ডান্ডি: গ্যাসের মূল্য বৃদ্ধি ও অব্যাহত লোডশেডিংয়ের প্রতিবাদের অবস্থান কর্মসূচী পালনের সিদ্ধান্ত নিয়েছে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠন।
আগামী রবিবার (৪ জুন) সকাল ১১টায় শহরের চাষাড়াস্থ তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী এবং কিল্লারপুল ডিপিডিসি কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচী পালন করা হবে।
এই লক্ষে বৃহস্পতিবার (১ জুন) দুপুরে সংগঠনের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে এক বিবৃতিতে জানান, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি হাজী নুরুদ্দিন ও সাধারন সম্পাদক নাসির উদ্দিন মন্টু।
সভায় গ্যাসের মূল্য বৃদ্ধির কারনে তীব্র প্রতিবাদ জানিয়ে তা কমাতে পুন:বিবেচনার জন্য সরকারের হস্তক্ষেপ করেন নাসির উদ্দিন মন্টু। অন্যথায় নারায়ণগঞ্জবাসীকে নিয়ে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারী দেন তিনি।