নিউজ প্রাচ্যের ডান্ডি: পুলিশের হামলা মামলাকে উপেক্ষা করে নেতাকর্মীদের নিয়ে দলীয় চেয়ারপার্সণ বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে আবারো রাজপথে বিক্ষোভ মিছিল করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সিনিয়র সহ সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান।
মঙ্গলবার (২০ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ ক্লাবের সামনে থেকে প্রায় শতাধীক নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল সহকারে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে আসতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে নেতাকর্মীদের নিয়ে ফুটপাত দিয়ে হেটে প্রেসক্লাবের পিছনে আয়োজিত মহানগর বিএনপি’র বিক্ষোভ সমাবেশে যোগ দেন এড. সাখাওয়াত।
বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা নজরুল ইসলাম, মনির হোসেন খান, গুলজার হোসেন খান, আমিনুল ইসলাম, এড. এইচএম আনোয়ার প্রধান, যুবদল নেতা সালাউদ্দিন মোল্লা, শাহীন আহমেদ, এড. ওমর ফারুক নয়ন, শহিদুল ইসলাম রিপন, মহিউদ্দিন শিশির, পারভেজ মল্লিক, ইকবাল হোসেন, লিংকন খান, দিলিপ, আল আমিন, ডা: মাহবুব, জাহিদ খন্দকার, ছাত্রদল নেতা ইব্রাহীম আহমেদ বাবুসহ প্রায় শতাধীক নেতাকর্মী।