নিউজ প্রাচ্যের ডান্ডি, রূপগঞ্জ প্রতিনিধি: রূপগঞ্জে পৃথক দু’টি ঘটনায় দু’টি লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ আগষ্ট)সকালে উপজেলার হাইওয়ে রোড থেকে বাসের ধাক্কায় নিহত অজ্ঞাত বৃদ্ধ ও সড়কের পাশ থেকে অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধার করা হয়।
ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সেলিম মিয়া জানান, শনিবার সকালে এলাকাবাসী পুবেরগাও এলাকার কাঞ্চন-ছনপাড়া সড়কের পাশে অজ্ঞাত কিশোরীর লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীর মৃতদেহ উদ্ধার করে। কিশোরীর নাম পরিচয় জানা যায়নি। মরদেহটি ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, একই দিন সকালে উপজেলার ব্রাক্ষ্মনখালী এলকায় গাজীপুর-মদনপুর মহাসড়কে বাসের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধ নিহত হয়েছেন।
লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।