নিউজ প্রাচ্যের ডান্ডি: বর্ষার ভরা মৌসুমে রোঁদ বৃষ্টির লুকোচুরি খেলায় দিনভর নগরবাসীকে দূর্ভোগ পোহাতে হয়েছে।
রবিবার (২ জুলাই) সকালে মষুলধারে বৃষ্টি নামায় স্কুল কলেজগামী শিক্ষার্থীসহ কর্মজীবিদের যাতায়াতে চরম দূর্ভোগ পোহাতে হয়। এরপর পূব আকাশে আবারো রোঁদের ঝলকানি দেখা দিলে কিছুটা স্বস্তি নেমে আসে জনজীবনে।
এরপর দুপুর গড়াতে আবারো বৃষ্টি নামে। তখন কিছুটা শান্তির পরশ মিললেও জলাবদ্ধতায় দূর্ভোগ পোহাতে হয় নিন্মাঞ্চল বেষ্টিত নগরীর বাসিন্দাদের। কিন্তু কিছুক্ষন পরেই ফের রোঁদ উঠায় নিন্মাঞ্চলের মানুষের মনে কিছুটা স্বস্তি দেখা যায়।
তারপর বিকেলে ফের মষুলধারে বৃষ্টি নামায় কাজ শেষে বাড়ী ফেরা মানুষের রিকশা পেতে চরম দূর্ভোগ পোহাতে হয়। যদিও বৃষ্টি শেষে আবারো পূব আকাশে রোঁদের হাসি ফুঁটে উঠে।
আর দিনভর রোঁদ বৃষ্টির এমন লুকোচুরি খেলায় স্বস্তির দূর্ভোগে অনেকটা নাজেহাল হয়ে উঠে নগরবাসী।