নিউজ প্রাচ্যের ডান্ডি: ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে চলন্ত বাস থামিয়ে ব্যবসায়ী নূরুল ইসলামকে গুলি করে হত্যা মামলার সন্দেহভাজন আসামী আব্দুল মান্নান শাহাদাতকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৫ নভেম্বর) দুপুরে সদর মডেল থানার এএসআই সোহাগ নগরীর চাষাড়াস্থ বেইলী টাওয়ারের সামনে থেকে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আব্দুল মান্নান শাহাদাত ফতুল্লা মডেল থানাধীন ভূইগড় এলাকার আবুল খায়েরের পুত্র।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর শাহীন শাহ্ পারভেজ জানান, ‘বিগত ২০১৫ সালের ৩ আগস্ট রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার মাহমুদপুর এলাকায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে নারায়ণগঞ্জগামী উৎসব পরিবহনের চলন্ত বাস থামিয়ে ব্যবসায়ী নুরুল ইসলামকে (৪০) গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এঘটনায় ফতুল্লা মডেল থানায় দায়েরকৃত মামলার সন্দেহভাজন আসামী ছিলেন মান্নান। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা থাকায় বুধবার গোপন সংবাদের ভিত্তিতে চাষাড়া বেইলী টাওয়ারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।’