নিউজ প্রাচ্যের ডান্ডি: পুলিশের চলমান মাদক বিরোধী অভিযানে ১১০ পিছ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় সদর থানার মুসলিমনগর পাওয়ার হাউস এর সামনের এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন আবুল কালাম মিয়ার ছেলে শহিদ ওরফে বাবু (৩০) ও মফিজ মিয়ার ছেলে স্বপন (৩২)।
অভিযান পরিচালনাকারী নারায়ণগঞ্জ সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) সামসুজ্জামান জানান, গোপন সংবাদেরে ভিত্তিতে সদর থানার মুসলিমনগর পাওয়ার হাউস এর সামনে ওই দুই মাদক ব্যবসায়ী অবস্থান করছিল। এ সময় তাদেরকে তল্ল¬াশি করে ১১০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।