নিউজ প্রাচ্যের ডান্ডি: নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের সাথে গোলাগুলিতে গুলিবিদ্ধ সন্ত্রাসী ইয়াসির আরাফাত (৩৫) এর বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার (৮ আগষ্ট) দুপুরে ডিবির এসআই মিজানুর রহমান বাদী হয়ে অস্ত্র ও পুলিশ এ্যাক্ট আইনে পৃথক দু’টি মামলা দায়ের করেছেন।
এরআগে, সোমবার (৭ আগষ্ট) রাত পৌনে ১১ টায় শহরের গলাচিপা এলাকায় ডিউটিকালে ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে সন্ত্রাসী ইয়াসির আরাফাত বলে দাবী করেন ডিবির এসআই মিজানুর রহমান।
এরপর ডিবি পাল্টা গুলি ছুঁড়লে সন্ত্রাসী আরাফাত গুলিবিদ্ধ হয়। তারপর তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ৩’শ শয্যা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাহবুবুর রহমান নিউজ প্রাচ্যের ডান্ডিকে জানান, গুলিবিদ্ধ সন্ত্রাসী আরাফাত বর্তমানে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার কাছ থেকে ৪ রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে।
তবে এঘটনায় ডিবির কেউ আহত হয়নি বলে জানান ওসি।