আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে গজারিয়া থানা পুলিশ। একুশে ফেব্রুয়ারি’র প্রথম প্রহরে গজারিয়া উপজেলা প্রশাসন কার্যালয় সংলগ্ন পাইলট হাই স্কুলের স্থায়ী শহীদ মিনার বেঁধিতে পুষ্পস্তবক অর্পণ করে তারা। এসময় গজারিয়া থানার ওসি মো রইছ উদ্দিন, থানার তদন্ত কর্মকর্তা ওসি তানভীরসহ পুলিশ কর্মকর্তারা, এছাড়াও উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসনের কর্মকর্তাসহ রাজনৈতিক ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় শহিদমিনারের পাশেই ‘মোদের গরব, মোদের আশা, আ-মরি বাংলা ভাষা’ ও ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’ গাণ পরিবেশন হচ্ছিলো।