নিউজ প্রাচ্যের ডান্ডি: আলীরটেক মুহাম্মদীয়া বিলায়েতুন্নিছা নূরীয়া মাদরাসায় ২দিন ব্যাপী ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জানুয়ারী) রাতে আখেরী মুনাজাতের মাধ্যমে, হাফেজে কুরআন ছাত্রদের দ¯Íারবন্ধি উপলÿে ঐহিত্যবাহী আলীরটেক মাদরাসায় এই সম্মেলনের সমাপ্তি হয়।
যেখানে ১দিনে ওয়াজ নছিয়ত পেশ করেছেন, কামরাঙ্গীরচর জামিয়া নূরীয়ার মহতামিম এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত পীরে কামেল আতাউল্লাহ ইবনে হাফেজ্জী। আলহাজ্ব মাওলানা আক্তারুজ্জামান সিদ্দিকী, আলহাজ্ব মাওলানা আবু বকর সিদ্দিকী, আলহাজ্ব মাওলানা মুফতি মোখতার হোসাইন, আলহাজ্ব মাওলানা হযরত হাবিবুর রহমান।
২য় দিনে ওয়াজ নছিয়ত পেশ করেছেন, জামিয়া হালিমিয়ার মহতামিম মধুপুর পীর সাবেক পীরে কামেল আলøামা আব্দুল হামিদ বিক্রমপুরী। আলহাজ্ব মাও ডা. সিরাজুল ইসলাম সিরাজী, আলহাজ্ব মাওলানা আবিদ আলী ফারুকী, আলহাজ্ব মাওলানা মুফতি নুরুল আমিন, আলহাজ্ব মাওলানা ফেরদাউসুর রহমান।
ইসলামী সম্মেলনে সভাপতিত্ব করেন অত্র মাদরাসার সভাপতি এবং আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মতিউর রহমান, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন সরকার। সম্মেলন পরিচালনা করেন অত্র মাদরাসার মুহতামিম মুহম্মদ আতাউল হক সরকার।