নিউজ প্রাচ্যের ডান্ডি: নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানকে ‘বাঘের বাচ্চা’ বলে সম্বোধন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রাব্বী মিয়া।
মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে ফতুল্লা মডেল থানাধীন ভূইঘড় রঘণাথপুর বাস স্ট্যান্ড এলাকায় ৩ কোটি ৮১ লক্ষ টাকা ব্যয়ে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের নির্মানের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কালে সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
জেলা প্রশাসক বলেন, ‘আজকে যেই আঞ্চলিক পাসপোর্ট অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে, সেটা একমাত্র সাংসদের অবদান। এই অফিসের সব সমস্যা গুলো আমি নিজে দেখবো। আমরা এমন একজন সাংসদ পেয়েছি যিনি একজন বাঘের বাচ্চা। যাকে শুধু বাংলাদেশে নয়, বিদেশেও মানুষ চিনে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান।