নিউজ প্রাচ্যের ডান্ডি: না, তিনি কোন অভিনেতা বা চিত্রনায়ক নন। কিন্তু তিনি নারায়ণগঞ্জ-৪ আসনের প্রভাবশালী এমপি শামীম ওসমান হলেও তরুণ প্রজন্মের কাছে একজন সেলিব্রেটি। তাই তো তাকে এদিন কাছে পেয়ে তার সাথে ‘সেলফি’ তুলতে রীতিমত হিড়িক পড়েছিল শিক্ষার্থীদের।
রবিবার (২৫ মার্চ) ভূইগড় হাজী পান্দে আলী ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষাদের প্রবেশপত্র বিতরণ এবং সেখানে ৪ নং একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার পর শামীম ওসমানের সাথে ‘সেলফি’ তুলায় ব্যস্ত হয়ে পড়েন শিক্ষার্থীরা।
তখন এসব ছাত্র-ছাত্রীদের নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেতে অনুষ্ঠানের আয়োজকদের।
সাংসদ শামীম ওসমানও সেলফি তোলার জন্য শিক্ষার্থীদের যে আবদার তা স্বাদরে গ্রহন করেন এবং শিক্ষার্থীদের সাথে খানিক সময় আনন্দে কাটান।
দ্বাদশ শ্রেণীর মানবিক শাখার ছাত্রী জাফরিন জানান, টিভিতে এমপিকে অনেকবার দেখেছি, অনেক ভালো লাগে। সামনা-সামনি কখনো দেখার সুযোগ হয়নি। আজ পেয়েছি তাই তারমত একজন সেলিব্রেটির সাথে সেলফি তুলে সুযোগটি কাজে লাগালাম।
আরেক শিক্ষার্থী মাইমুনা শিকদার রিয়ানা জানান, উনার বক্তব্য অনেক ভালো লাগে। উনার ছাড়া আর কারো বক্তব্য ভালো লাগে না।