নিউজ প্রাচ্যের ডান্ডি: আইসক্রীম চকলেট কিনে দিয়ে চার বছরের শিশুকে যৌনপীড়নের অভিযোগে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের ছাত্র রাজীব শীল (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৭ আগষ্ট) দুপুরে নগরীর দেওভোগস্থ চারুকলা ইনস্টিটিউট থেকে রাজীবকে গ্রেফতার করে সদল মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত রাজীবের পিতার নাম গৌরাঙ্গ শীল। সে শহরের একটি হোস্টেলে বসবাস করে বলে শিশুটির পরিবার জানায়।
চারুকলার পিছনে মোক্তার মিয়ার বাড়ীর ভাড়াটিয়া যৌনপীড়নের শিকার শিশুটির মা নার্গিস আক্তার (ছদ্মনাম) নিউজ প্রাচ্যের ডান্ডিকে জানান, ‘শনিবার সকালে আইসক্রীম ও চকলেট কিনে দিয়ে আমার মেয়েকে চারুকলার ভিতরে নিয়ে রাজীব যৌনপীড়ন করে। পরে মেয়ে কাঁদতে কাঁদতে বাসায় এসে আমাদের ঘটনা জানালে রবিবার থানায় এসে মামলা করি।’
বিষয়টির সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর শাহীন শাহ্ পারভেজ নিউজ প্রাচ্যের ডান্ডিকে জানান, ‘চার বছরের শিশুকে যৌনপীড়নের দায়ে চারুকলা ইনস্টিটিউটের ছাত্র রাজীব শীলকে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনের (১০) ধারায় মামলা দায়ের করেছেন।’