নিউজ প্রাচ্যের ডান্ডি: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর ও শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শফিউদ্দিন প্রধান বলেছেন, ‘লেখাপড়া করার পাশাপাশি খেলাধূলা করলে শিশুদের মনের বিকাশ ঘটে। আজকের দিনের শিশুরা আগামী দিনের ভবিষ্যত প্রজন্ম। ভালভাবে লেখাপড়া করার পাশাপাশি তোমরা নিয়মিত খেলাধূলা করবে।’
শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় নাসিক ১৪নং ওয়ার্ড এলাকায় শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের শিক্ষা উপকরন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৭ এর পুরুস্কার বিতরন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘তোমরা যদি পরীক্ষায় ভাল ফলাফল করো তাহলে তোমাদের পিতা মাতারা গর্বিত হবেন। মনে রাখবে ভাল ফলাফল করতে হলে কঠোর সাধনা আর সংগ্রাম করে লেখাপড়া করতে হবে তোমাদের। তবেই তোমরা এগিয়ে যাবে সামনের দিকে।’
অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, ম্যানেজিং কমিটির সাধারন সম্পাদক মোবারক হোসেন, এড. বিউটি আক্তার সহ বিদ্যালিয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগন। অনুষ্ঠান শেষে সময় পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী হাফসা আক্তার সানজিদা সহ সমাপনী পরীক্ষায় অংশগ্রহনকারী কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন ও পুরস্কার তুলে দেওয়া হয়।