নিউজ প্রাচ্যের ডান্ডি: জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহমুদের রোগ মুক্তি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (১২ ফেব্রুয়ারী) বাদ মাগরিব শহরের করিমী মার্কেটের দ্বিতীয় তলায় নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের আয়োজনে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন, জেলা জাতীয় শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাইনুদ্দিন আহম্মেদ বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মোঃ আসলাম, সাংগঠনিক সম্পাদক সবুজ শিকদার, মহানগর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক শরফুদ্দিন সুজন, জেলা জাতীয় মহিলা শ্রমিক লীগের সভানেত্রী খোদেজা খানম নাসরিন, জেলা যুব শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ লিটন প্রমুখ ।
এ সময় আলহাজ্ব শুক্কুর মাহমুদ’র রোগ মুক্তি ও সু স্বাস্থ্য কামনা করে মোনাজাত পরিচালনা করা হয় ।
উল্লেখ্য , আলহাজ্ব শুক্কুর মাহমুদ শারীরিক চিকিৎসার উদ্দেশ্যে ১২ ফেব্রুয়ারী সোমবার সকাল ৮.৩০ মিনিটে বাংলাদেশ বিমান যুগে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। তিনি দেশবাসীর কাছে তার রোগ মুক্তি জন্য দোয়া চেয়েছেন । আগামী ১৮ ফেব্রুয়ারী তিনি দেশে ফিরবে ।