বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিনে মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন আলহাজ্ব ইকবাল পারভেজ। বৃহস্পতিবার ১৭ মার্চ এই মহান নেতার জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে ইকবাল পারভেজ বলেন, ‘শুধু বাঙালিদের নন, বঙ্গবন্ধু সমগ্র বিশ্বের নিপীড়িত ও শোষিত মানুষের মুক্তির দূত। রাজনীতিতে বঙ্গবন্ধু ছিলেন নীতি ও আদর্শের প্রতীক। বাংলাদেশকে জানতে হলে বাঙালির মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হবে, বঙ্গবন্ধুকে জানতে হবে। আসুন আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলি। বঙ্গবন্ধুর জন্মদিনে এটাই হোক আমাদের সবার প্রত্যয়’।