নিউজ প্রাচ্যের ডান্ডি: নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামীলীগের সভাপতি শাহাবউদ্দিন মন্ডলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আনিসুর রহমান দিপু।
সোমবার (১৬ এপ্রিল) এক বিবৃতিতে তিনি মরহুম শাহাবউদ্দিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এড. দিপু বলেন, শাহাবউদ্দিন একজন প্রবীণ বিচক্ষণ রাজনীতিবিদ ছিলেন, তাঁর মৃত্যুতে আওয়ামীলীগের জন্য অপূরনীয় ক্ষতি হয়ে গেছে। আমি শাহাবউদ্দিন ভাইয়ের মৃত্যুর শোককে শক্তিতে পরিনত করে আওয়ামীলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।
উল্লেখ্য, সোমবার বিকেল ৪ টায় নগরীর ডনচেম্বারস্থ মেডিহোপ ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সদর থানা আওয়ামীলীগের সভাপতি শাহাবউদ্দিন মন্ডল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি তিন পুত্র ও পাঁচ কণ্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।