নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ট্রাক চাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার ১৬ ফেব্রুয়ারি সোনারগাঁও থানাধীন তালতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য কনস্টেবল মো. আফাজ উদ্দিন তালতলা তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু সাঈদ। এদিকে, তার মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা পুলিশসহ দেশের পুলিশ সদস্যদের মাঝে নেমে এসেছে শেকের ছায়া। নিজ নিজ অবস্থান থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছেন সহকর্মীরা। কনস্টেবল আফাজের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিবিআই গাজীপুর এর সাব ইন্সপেক্টর মো. মনিরুজ্জামান। তিনি জানান, ‘ আফাজ আমার ছোট ভাইয়ের মতো, আমার এবং তার দু’জনের গ্রামের বাড়িই টাঙ্গাইল সদরে। তার এই অকাল মৃত্যুতে আমাদের থানায় শোকের ছায়া নেমে এসেছে। তার দুটি সন্তান একটি ছেলে ও একটি মেয়ে আছে। আল্লাহ যেন তাদেরকে শোক কাটিয়ে উঠার তাওফিক দান করে’।