নিউজ প্রাচ্যের ডান্ডি: সন্তানদের সঠিক শিক্ষা প্রদানের আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ আলহাজ্ব একেএম শামীম ওসমান।
বৃহস্পতিবার (২৪ আগষ্ট) সন্ধ্যায় দেওভোগ সাধু নাগ মহাশয় আশ্রমে সাধু নাগ মহাশয়ের ১৭১তম শুভ জন্মোৎসব ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি অনুষ্ঠানে উপস্থিত ভক্তদের প্রতি এই আহবান জানান।
শামীম ওসমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরক্ষর মুক্ত বাংলাদেশ গড়তে নতুন বছরে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছেন। তাই সন্তানদেরও শিক্ষার ব্যাপারে অভিভাবকদের উৎসাহিত করতে হবে। তবেই নিরক্ষর মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে।
তিনি বলেন, ‘যার যার অবস্থান থেকে প্রত্যেককেই নিজ নিজ ধর্ম পালন করতে হবে। আমরা যে যে নামেই ডাকি না কেন, সবার সৃষ্টিকর্তাই একজন।’
সাধু নাগ মহাশয় আশ্রমের সভাপতি সরোজ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দজী মহারাজ।
বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ছরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: মোস্তাফিজুর রহমান, চাঁদপুর রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী স্থিরাত্মানন্দজী মহারাজ, নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী একনাথানন্দজী মহারাজ, হিন্দু কল্যাণ ট্রাষ্টি পরিতোষ কান্তি সাহা, এফবিসিসিআই এর পরিচালক প্রবীর কুমার সাহা, সাধু নাগ মহাশয় আশ্রমের সাবেক সভাপতি ডা: রিশি রঞ্জন দাস, সাধু নাগ মহাশয় আশ্রমের সাধারণ সম্পাদক তারাপদ আশ্চর্য।
আরোও উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা গোপিনাথ দাস, নাসিক ১৪ ওয়ার্ড কাউন্সিলর শফিউদ্দিন আহমেদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার সাহা, সাধারণ সম্পাদক সুজন সাহা, মহানগর পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক শিখন সরকার শিপন প্রমুখ।