নিউজ প্রাচ্যের ডান্ডি: সাবেক সেনা সদস্য ও নারায়ণগঞ্জের বন্দরের ঐতিহ্যবাহী খান বাড়ীর সন্তান মহিউদ্দিন খান (৮২) ইন্তোকাল করেছেন, (ইন্নালিল্লাহ.. .. রাজেউন)।
বুধবার (১৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মরহুমের একমাত্র ছেলে কমল খান বন্দর প্রেসক্লাব এর সভাপতি, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি ও দৈনিক নারায়ণগঞ্জের আলো পত্রিকার সম্পাদক।
বুধবার বাদ যোহর বন্দর কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। তার জানাযায় রাজনৈতিক, সামাজিক,সাংবাদিক সমাজের প্রতিনিধিরা ছাড়াও শত শত এলাকাবাসী অংশ নেন। পরে তাকে বন্দর কেন্দ্রীয় কবরস্থানে চির শায়িত করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সাংবাাদিক ইউনিয়নের সভাপতি এস এম ইকবাল রুমি, সাধারন সম্পাদক রাজু আহমেদ, বন্দর প্রেস ক্লাব, দৈনিক নারায়ণগঞ্জের আলো পরিবারসহ বেশ কিছু সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।