নিউজ প্রাচ্যের ডান্ডি: ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক, শিক্ষক এ.আর.কুতুবে আলম এর বড় ছেলে মাহিবি আলম সৌরভের ৭ম জন্মদিন শুক্রবার।
তার জন্মবার্ষিকী উপলক্ষ্যে ২০ অক্টোবর (শুক্রবার) ফতুল্লা বাজার ৭ম তলা জামে মসজিদে দোয়া পড়ানো হবে। তাদের বাসায় সৌরভ স্বাধীন কোচিং সেন্টারের উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে কোচিংয়ের ছাত্র-ছাত্রীরা ।
সূত্রে জানাযায়, ফতুল্লার লালপুর সৌরভ-স্বাধীন কোচিং সেন্টারের ছাত্র-ছাত্রীরা সকালে থেকে নানা আয়োজনে সৌরভের জন্মোৎসব পালন করবে। বাদ জুম্মা কোচিং পার্টিতে বাংগালি হালের খাবার খাবেন ছাত্রছাত্রীরা এবং বিকেল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। যে সকল বিষয় ছাত্র-ছাত্রী কর্তৃক অনুষ্ঠিত হবে তা হলো, নৃত্য, আবৃত্তি, লটারী খেলা, অভিনয়, কৌতুক এবং গানসহ নানা আয়োজনে সৌরভের জন্মবাষির্কী পালন করা হবে।
মাহিবি আলম সৌরভ ফতুল্লার স্বনামধন্য কানন প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলের তৃতীয় শ্রেণীর একজন মেধাবী ছাত্র। আজ (২০ অক্টোবর) তার সাত বৎসর পূর্ণ হবে এবং আট বছরে পা দিবেন। তার বাবা সাংবাদিক কুতুবে আলম ও সাংবাদিক মুন্নি আলম মনি ও তার পরিবারের সকল সদস্যরা সবার কাছে দোয়া চাচ্ছেন ।