নিউজ প্রাচ্যের ডান্ডি, ফতুল্লা প্রতিনিধি: ফতুল্লার সাইন বোর্ড এলাকায় বি.পি.সি.এল পরিবহন নামক একটি যাত্রীবাহী বাস গাড়ীর গ্যাস সিলিন্ডার বিষ্ফোরনে অগ্নিকান্ড ঘটেছে। তবে এই অগ্নিকান্ডে কোন যাত্রীর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুর দেড়টায় এই সিলিন্ডার বিষ্ফোরনের ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, ফতুল্লার সাইন বোর্ড এলাকায় চৌরঙ্গি সিএনজি পাম্পের পাশে চিটাগাং রোড় টু মীরপুর-১০ নম্বর রোড় এলাকার যাত্রীবাহী একটি বাস রাখেন বাসের চালক। যার রেজিঃ নম্বর (ঢাকা মেট্রো-ব-১৫-৩০০০)। এ সময় এই বাসে কোন যাত্রী ছিলনা। বাসের দরজা জানালা বন্ধ করে চালক ঐ সিএনজি পাম্পের পাশে রেখে বাসায় চলে যায়। দুপুর দেড়টায় এই বাসের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরন ঘটে অগ্নিকান্ডের সৃষ্টি হয়। এতে এই বাসটি পুড়ে যায় । আশে পাশের লোকজন এসে পানি সহ অগ্নি নির্বাহক গ্যাস ব্যবহার করে আগুন নিভাতে সক্ষম হয়। এসময় চালক হেল্পার কাউকে পায়নি পুলিশ ও স্থানীয় লোকজন।