নিউজ প্রাচ্যের ডান্ডি: নিউজ প্রাচ্যের ডান্ডি: দীর্ঘদিন যাবত অসুস্থ্য ফতুল্লা আওয়ামীলীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ এম সাইফুল্লাহ বাদলকে দেখতে তার বাস ভবনে গিয়েছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।
বুধবার (২০ সেপ্টেম্বর) বাদ মাগরিব কাশীপুরস্থ গোয়ালবন্দ সাইফুল্লাহ বাদলের বাস ভবনে তাকে দেখতে যান আব্দুল হাই।
এসময় তিনি সাইফুল্লাহ বাদলের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে দ্রুত সুস্থ্যতা কামনায় দেয়া করেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই বলেন, ‘আওয়ামীলীগের রাজনীতিতে সাইফুল্লাহ বাদলের মত একজন বিচক্ষন প্রবীণ নেতার অনেক অবদান রয়েছে। তিনি শারীরিক ভাবে অসুস্থ্য থাকায় ফতুল্লায় আওয়ামীলীগের নেতাকর্মীরা যেন অভিভাবকহীন রয়েছে। তাই আমি মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছি, তিনি যেন দ্রুত সাইফুল্লাহ বাদলকে সুস্থ্য করে আমাদের মাঝে তাকে ফিরিয়ে আনেন।
এরআগে গত ১৯ সেপ্টেম্বর সাইফুল্লাহ বাদলকে দেখতে আসেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ আলহাজ¦ একেএম শামীম ওসমান।
উল্লেখ্য, গত মাসে ভারতের ব্যাঙ্গালুরুর একটি হাসপাতাল থেকে ঘাড়ের অপারেশন শেষে সাইফুল্লাহ বাদল বর্তমানে নিজ বাসায় বিশ্রামাধীন রয়েছেন।